• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মারা গেলেন ব্যবসায়ী আফসার মঈন

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ১৪:০৬
Businessman Afsar Moin died in Corona
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যবসায়ী আফসার মঈন

দেশের চা-শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী আফসার মঈন (৬৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘাতক করোনাভাইরাসের সঙ্গে দীর্ঘ এক মাসের যুদ্ধ শেষে ২৮ জুন শারীরিক অন্যান্য জটিলতা নিয়ে মারা যান তিনি। সুরমা টি-স্টেট ও কেএস ব্রোকার লিমিটেডের পরিচালক ছিলেন আফসার মঈন।

আফসার মঈন অবিভক্ত বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নবাব মোশারফ হোসেনের প্রপৌত্র। মৃত্যুকালে তিনি একমাত্র ভাই আসিফ মঈন, স্ত্রী নাহিদ মঈন, দুই ছেলে আসাদ ও মুহাম্মদ এবং দুই মেয়ে সানা ও শাইজাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাত্র ৩৯ দিনের ব্যবধানে দেশের চা-শিল্পের খ্যাতিমান এই পরিবার করোনা ভাইরাসের কারণে হারাল তাদের তৃতীয় সদস্যকে। এর আগে গত ৭ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান আফসার মঈনের ভাই ব্যবসায়ী ও শিল্পপতি আজমত মঈন। তার কিছুদিন আগেই মারা যান তাদের বাবা গোলাম মঈন। তার শরীরেও পাওয়া যায় কোভিড-১৯।
পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারও জন্য কিছুই করা হয়ে ওঠে না!
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি বাড়ায় ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি
ভারত থেকে আসবে পেঁয়াজ, এলসি খুলছেন ব্যবসায়ীরা
ঝিনাইদহে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
X
Fresh