• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুবিতে চলমান সকল পরীক্ষা স্থগিতের সুপারিশ

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২১, ২২:৪৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করার সুপারিশ করা হয়েছে। দেশজুড়ে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বৃহস্পতিবার (২৪ জুন) পরীক্ষা কমিটির সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন ড. এম এম শরিফুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে পরীক্ষা কমিটির সুপারিশ পর্যালোচনা করে জরুরী একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের। বলেন, আমরা সুপারিশ পাওয়ার পর তার উপর ভিত্তি করে একাডেমিক কাউন্সিলের জরুরী মিটিং ডাকব। সম্ভাব্য সেটা আগামীকালই হতে পারে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে থাকা পরীক্ষা চালু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত হাবিপ্রবি 
যে কারণে ২০ জনের বিসিএসের স্বপ্নভঙ্গ
বিসিএসের প্রিলিতে এবার বসছেন ৩ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
X
Fresh