• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

অনশনে বসেছেন সাত কলেজের শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২১, ২০:৪৯
blocking, teachers, students, seven colleges,hunger strike
শিক্ষকদের অবরুদ্ধ করে, অনশনে বসেছেন সাত কলেজের শিক্ষার্থীরা

শিক্ষকদের অবরুদ্ধ করে প্রমোশনের দাবিতে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। তিন বিষয়ে প্রমোশনের দাবি করছেন অনশনরত শিক্ষার্থীরা।

আজ রোববার কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে এ অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

সাত কলেজের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকদের অবরুদ্ধ করে অনশন করছেন। অনশনে চারজন শিক্ষার্থী অসুস্থ পড়েছেন। তাছাড়া স্যালাইন দিয়ে অনেকেই অনশনে অবস্থান করছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান, কবি নজরুল সরকারি কলেজের ব্যবসা বিভাগের শিক্ষার্থী হাসান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নিগাত ও ইডেন কলেজের শিক্ষার্থী আফরিন সুলতানা।

ইডেন কলেজের শিক্ষার্থী নুসরাত আখতার বলেন, অনশন কর্মসূচীতে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান অসুস্থ হয়ে পড়েছেন। অথচ কোনো শিক্ষক আমাদের খোঁজ নিতে আসেননি।

এ বিষয়ে আন্দোলনের মুখপাত্র মাসুদ রানা বলেন, নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সাত দিনের মধ্যে তিন বিষয়ে প্রমোশনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ১৩ দিন পার হলেও এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিন বিষয়ে প্রমোশনের সিদ্ধান্ত না নেওয়া হলে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ডায়াবেটিসের স্ট্রিপ থেকে শুরু করে হার্টের বাল্বও নকল হচ্ছে’
‘রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করা হচ্ছে’
নোবিপ্রবির ২ হলে ডাইনিং-ক্যান্টিন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
স্কুল-কলেজের সভাপতি হতে লাগবে এইচএসসি পাস
X
Fresh