logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০, ৭ আশ্বিন ১৪২৭

ইংরেজি অরেঞ্জ শব্দটি সংস্কৃত নবরঙ্গ থেকে এসেছে!

  আরটিভি অনলাইন ডেস্ক

|  ১৮ অক্টোবর ২০১৯, ১২:৪৭ | আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৪:১৫
নবরঙ্গ অরেঞ্জ নারাঙ্গ
ফাইল ছবি
 বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই নিয়মের অধীন, কোনও কিছুই নিয়ম ছাড়া চলে না। সে নিয়মের সবচেয়ে বড় নিয়মটি এই যে, দুনিয়ার সব কিছুই প্রতিনিয়ত বদলায়, কোনও কিছুই চিরকাল এক রকম থাকে না। বিজ্ঞান আবিষ্কার করেছে, আজকে আমাদের এই পৃথিবীটাকে যে রকম দেখছি, লক্ষ-লক্ষ বছর আগে এটি ঠিক এরকম ছিল না। পৃথিবী যেমন প্রতিনিয়ত বদল হচ্ছে, ঠিক তেমনি পৃথিবীর মানুষের মুখের ভাষারও বদল হয়। বদল হয় ধ্বনি, শব্দ, বাক্যেরও। এমনিভাবেই সংস্কৃত নবরঙ্গ থেকে মানুষের মুখে মুখে পরিবর্তন হয়ে ইংরেজি অরেঞ্জ শব্দটির সৃষ্টি হয়েছে। তাহলে জেনে নেওয়া যাক কিভাবে সংস্কৃত নবরঙ্গ থেকে অরেঞ্জ শব্দটির সৃষ্টি হলো।

---------------------------------------------------------------
আরো পড়ুন: এমপিওভুক্তির দাবিতে আজও অবস্থান করবেন শিক্ষক-কর্মচারীরা
---------------------------------------------------------------

প্রাচীন ভারতবর্ষে কমলালেবুকে বলা হতো ‘নবরঙ্গ’। এটি পারস্যে গিয়ে হয়ে যায় ‘নারাঙ্গ’। আরবদেশীয় বণিকরা অন্যান্য জিনিসের সঙ্গে এই নারাঙ্গও নিয়ে যেত ইউরোপে। আরবীয়দের মুখে এই ‘নারাঙ্গ’ হয়ে যায় ‘নারাঞ্জ’। বন্দরে জাহাজ ভিড়লেই সুন্দর রঙিন ফলগুলো দেখে ইংরেজরা জিজ্ঞেস করতো- এগুলো কি? বণিকরা বলতো ‘নারাঞ্জ’। তখন ইংরেজ খদ্দের বলতো- ‘ও নরেঞ্জ! তা বেশ, দাও তো একটি নরেঞ্জ।’   ‘গিভ মি এ নরেঞ্জ।’ তারপর এ নরেঞ্জ বলতে বলতে শব্দটি হয়ে গেল এন অরেঞ্জ। আর তখন থেকেই ইংরেজি অভিধানে কমলালেবু শব্দটি অরেঞ্জ নামে ঢুকে পড়লো।

(তথ্যসূত্র: ব্যাকরণের ভয় অকারণ। যতীন সরকার)

জেবি    

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অন্যান্য এর সর্বশেষ
  • অন্যান্য এর পাঠক প্রিয়