• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সবচেয়ে বেশি পর্যটক আসেন যে দেশে

অনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৪

ঘুরে বেড়ানো অনেকের জন্যই একটি নেশা। ভ্রমণপিপাসু মানুষরা দেশের গন্ডি পার হয়ে ঘুরতে যান বিশ্বের বিভিন্ন দেশে। আধুনিক এই যুগে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেশের বাইরে ঘুরতে যাওয়া মানুষের পরিমাণ বেড়েছে অনেকগুণ।

এমন অনেক দেশ আছে, যাদের আয়ের প্রধান উৎস পর্যটন খাত। এজন্য খাতটিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যটকদের আকর্ষণের চেষ্টা করে তারা। পর্যটকরাও নানা সুবিধা পেয়ে ছুটে যায় ঐসব দেশে। আপনি জানেন কি, বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক কোন দেশে যায়?

সিএনএনের এক প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী দেশ হংকং। ২০১৭ সালে দেশটিতে ২৭ কোটি ৮ লাখ ৮০ হাজার ৩০০ পর্যটক গেছেন। ২০১৮ সালে এখানে ২৯ কোটি ৮ লাখ ২৭ হাজার ২০০ পর্যটক আসবেন বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে থাইল্যান্ড (ব্যাংকক)। এখানে ২০১৭ সালে পর্যটক এসেছেন ২২ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৯০০ জন। পূর্বাভাস বলছে, ২০১৮ সালে এই সংখ্যাটি ২৩ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৮০০ জনে পৌঁছাবে।

সবচেয়ে বেশি পর্যটন আকর্ষণকারী দেশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ইংল্যান্ড (লন্ডন)। ২০১৭ সালে এখানে ১৯ কোটি ৮ লাখ ২৭ হাজার ৮০০ পর্যটক আসেন। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে এ সংখ্যাটি হবে ২০ কোটি ৭ লাখ ১৫ হাজার ৯০০ জন।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে পর্যটকের মৃত্যু
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
X
Fresh