• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২৪, ২৩:১৫
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনার পানিতে ডুবে তাহমিদ মুনতাসির চৌধুরী (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে।

নিহত তাহমিদ রাউজাস উপজেলার গহিরা ইউনিয়নের মৃত এরশাদ হোসেন চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির সঙ্গে তার আরও দুই বন্ধু সহস্রধারা ঝরনায় সাতার কাটতে নামে। এক পর্যায়ে অপর দুই বন্ধু সাতরে ওপরে উঠতে পারলেও একজন লেকের পানিতে ডুবে যায়। তখন উপস্থিত লোকজন স্থানীয় চেয়ারম্যান রেহান উদ্দিনকে খবর দিলে তিনি ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, একজন পর্যটক পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করি।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, এই ঘটনায় কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মৃত্যু 
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
X
Fresh