smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

অবিবাহিত পুরুষরা বেশি করোনায় আক্রান্ত: সমীক্ষা

  লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৪ অক্টোবর ২০২০, ১২:১৭
symbol image
প্রতীকী ছবি।
করোনাভাইরাস নিয়ে প্রতিনিয়ত আসছে নতুন নতুন তথ্য। এবার জানা যাচ্ছে অবিবাহিত পুরুষরা বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। কম আয়, নিম্নস্তরের পড়াশোনা, অবিবাহিত  এবং নিম্ন-মধ্যম আয়ের দেশে জন্মগ্রহণ করা পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন। তাদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার উচ্চতর ঝুঁকি আছে বলে জানাচ্ছেন গবেষকরা।  

সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে লেখক সোভেন ড্রেফাহল এমনই উল্লেখ করেছেন।  সুইডেনে ২০ বছর বা তার বেশি বয়সীদের পর্যবেক্ষণ করে যে তথ্য উঠে এসেছে এবং সুইডিশ জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ বোর্ডের তথ্যের ভিত্তিতে করা হয়েছে সমীক্ষা।

নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এক গবেষণায় ড্রেফাহল ব্যাখ্যা করেছেন, আয় এবং পড়াশোনার দৌড় কম এমন পুরুষদের করোনা দেখা দিচ্ছে। সমীক্ষায় দেখা যায় একজন পুরুষের স্বল্প আয় এবং নিম্নস্তরের শিক্ষার ফলে করোনা থেকে মারা যাওয়ার ঝুঁকিপূর্ণ কারণও রয়েছে। 

সমীক্ষায় প্রমাণিত হয়েছে করোনা থেকে নারীদের তুলনায় পুরুষদের মারা যাওয়ার ঝুঁকি দ্বিগুণ। অবিবাহিত পুরুষ ও নারী যারা বিবাহিত নয় তাদের মধ্যে বিধবা/ বিবাহবিচ্ছেদের মধ্যে কোভিড -১৯ থেকে মারা যাওয়ার ঝুঁকি ১.৫-২ গুণ বেশি। কারণ জীবনযাত্রা এলোমেলো হয় বেশ কিছু ক্ষেত্রে।

সূত্র- জিনিউজ 

জিএ

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়