• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

করোনা রুখতে কাতারে গণপরিবহন বন্ধ

ই এম আকাশ, কাতার প্রতিনিধি

  ১৬ মার্চ ২০২০, ১৫:০২
Mass transit stopped in Qatar to prevent Corona
ছবি সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গতকাল রোববার থেকে কাতারের সব গণপরিবহন (কারওয়া বাস ও মেট্রো রেল) বন্ধ ঘোষণা করা হয়ছে। আপাতত পরবর্তী ১৪ দিনের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজধানী দোহা’য় আসা সব ফ্লাইট আগামী বুধবার (১৮ মার্চ) থেকে ১৪ দিনের জন্য বন্ধ করা হবে। এমন সিদ্ধান্ত কেবল করোনাভাইরাস প্রতিরোধের জন্য নেয়া হয়েছে; যাতে করে ভাইরাসটি বৃহৎ আকারে ছড়িয়ে না পড়ে।

এদিকে রবিবার ১৫.০৩.২০ তারিখে নতুন করে আরও ৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্তর বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়,এখন পর্যন্ত মোট সংখ্যা ৪০১ এ পৌঁছেছে।

এর আগে শুক্রবার থেকে কাতাতে সিনেমা, থিয়েটার, জিম, শিশুদের খেলাধূলার স্থান ও জাদুঘর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজারের বেশি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭ হাজারের বেশি মানুষ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাছিকে বন্ধু বানিয়ে মাসে লাখ টাকা আয় মিজানুরের 
নোবিপ্রবির ২ হলে ডাইনিং-ক্যান্টিন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন বন্ধের নির্দেশ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
X
Fresh