• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মে ২০১৮, ১৯:৪৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন অন্তত ছয় জন। বুধবার এ ঘটনা ঘটে। খবর ওয়াশিংটন পোস্ট।

মন্ত্রণালয়ের ভবনের বাইরে দুটি বিস্ফোরণ ঘটে। অ্যাসল্ট রাইফেল ও গ্রেনেড নিয়ে মন্ত্রণালয়ে প্রবেশের আগে ওই বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।

প্রায় দুই ঘণ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের লড়াইয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দেশটির জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ে হামলা চালানোর আগে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বেশ কয়েকজন বন্দুকধারী মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ট্রাম্পের স্বাক্ষর করা চিঠির ভুল শুধরে ফেরত পাঠালেন শিক্ষিকা
--------------------------------------------------------

মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ ওই হামলা ১০ জনের একটি গ্রুপ চালিয়েছে বলে নিশ্চিত করেছেন। এতে এক পুলিশ সদস্য নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ভবনের ভেতরে এক হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।

চলতি বছরে আফগানিস্তানে বেশ কিছু হামলার ঘটনায় কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছে। তবে সর্বশেষ এই হামলায় এখন পর্যন্ত কোনো ওই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে কাবুলের একটি পুলিশ চেকপয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত হয়েছিল৷ আর আহত হয়েছে দেড় শতাধিক৷ এছাড়া চলতি বছরের এপ্রিলে আত্মঘাতী জোড়া বোমা হামলায় আট সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছিল৷ আর আহত হয়েছিল অর্ধশতাধিক।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাদুর ছোঁয়ায় বিশ্বকাপ জার্সি উন্মোচন আফগানিস্তানের
আফগানিস্তানে ফের বিপর্যয়
আফগানিস্তানে ভারি বৃষ্টি ও বন্যায় নিহত ৫০
আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা ৩৩০ ছাড়িয়েছে
X
Fresh