• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্টেডিয়ামে খেলা দেখবে ইরানি নারীরাও

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মার্চ ২০১৮, ১১:৪০

ইরানে একটি ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢোকার চেষ্টার সময় ৩৫ জন নারীকে আটক করেছে দেশটির পুলিশ। এরপরই সেখানে থাকা ফিফার প্রধান বলেছেন, দেশটির উচ্চ পর্যায় থেকে তাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে শিগগিরই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। খবর বিবিসির।

ফিফা প্রধান গিয়ান্নি ইনফানটিনো ইরান সফরে গিয়ে স্থানীয় ইস্তেকলাল ও পার্সিপলিস-এর মধ্যে একটি ফুটবল ম্যাচ দেখতে যান।

আর ওই ম্যাচটিতেই নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কিছু নারী খেলা দেখতে মাঠে ঢোকার চেষ্টা করেন। এই ম্যাচটি দেখতে ফিফা প্রধান স্টেডিয়ামে আসবেন- এ খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী অধিকারকর্মীরা মেয়েদের প্রতি আহ্বান জানান, যেন তারা আজাদী স্টেডিয়ামে এসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেন।

বোঝাই যাচ্ছে যে, ইরানী নারীরা ইনফানটিনোর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন।

তবে আটকের কিছু সময় পর ওই নারীদের ছেড়ে দেয়া হয়।

এদিকে ইনফানটিনো একথা প্রকাশ করেননি যে, কে তাকে এ নিষেধাজ্ঞা তুলে নেবার আশ্বাস দিয়েছেন।

তবে তেহরানে উচ্চ-পর্যায়ের একটি আলোচনার পর তিনি এ কথা বলেন।

ইরানের ক্রীড়ামন্ত্রী মাসুদ সোলতানিফারের সঙ্গে একটি সংবাদ সম্মেলন করেন ইনফানটিনো, যেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

কিন্তু একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন যে, কবে মেয়েদের ফুটবল খেলা দেখার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে, তখনই হঠাৎ করে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই মেয়েদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আরও পড়ুন:

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
X
Fresh