• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাতে ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ২০:১৫
Strong typhoon kills 6 in Philippines
ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাত

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে অন্তত সাতজন মারা গেছে। টাইফুনের আঘাতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং রাজধানী ম্যানিলার আশপাশে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার গতি নিয়ে আছড়ে পড়ে ভামকো। বৃহস্পতিবার প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির সরকারি সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন।

গত দুই মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভামকোসহ অন্তত ৮টি টাইফুন আঘাত হেনেছে। এছাড়া এ বছর মোট ২১টি টাইফুনের মুখোমুখি হয়েছে ফিলিপাইন। বছরের বিভিন্ন সময়ে আক্রমণ করা টাইফুনের আঘাতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস এবং লাখো মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

দেশটির সরকার ভামকো আঘাত হানার আগে প্রায় ২ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়। উত্তাল সাগরে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে এটি ফিলিপাইনের মূল ভূখণ্ডে আঘাত হানে। পরে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সাদেক মিয়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড 
হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
X
Fresh