• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের ঘাঁটি দখলে নিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২০, ১২:০৩
Biden took over Trump's base Arizona
সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের ঘাঁটি হিসেবে পরিচিত অ্যারিজোনায় জয় তুলে নিয়েছেন জো বাইডেন। বিভিন্ন গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, অ্যারিজোনায় জিতেছেন বাইডেন। এর ফলে ট্রাম্পের জয়ের পথ নাটকীয়ভাবে সংকীর্ণ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে এ অঙ্গরাজ্যে জিতেছিলেন ট্রাম্প।

এছাড়া ওহাইওতে ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস দিয়েছে সিএনএন। এর ফলে সেখানকার ১৮টি ইলেকটোরাল ভোটের সবগুলোই ট্রাম্পের পকেটে যাবে। ২০১৬ সালেও এই রাজ্যে জয় তুলে নিয়েছিলেন ট্রাম্প।

সিএনএন ও ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, ফ্লোরিডায়ও জিতবেন ট্রাম্প। এখানে ২৯টি ইলেকটোরাল ভোট রয়েছে। এ অঙ্গরাজ্য জয়ের ফলেই ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার আশা জেগে রয়েছে। ট্রাম্প এই রাজ্যে হেরে গেলে, তার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার আশা শেষ হয়ে যেতো।

আরও পড়ুনঃ

আমরা জয়ের পথে রয়েছি: বাইডেন
৩১ রাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন
জাতির উদ্দেশে রাতে ট্রাম্পের ভাষণ

এদিকে প্রায় সব গণমাধ্যমের পূর্বাভাসেই দেখা গেছে যে, ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে রয়েছেন। সিএনএনের পূর্বাভাস অনুযায়ী, ২১৫টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। আর ট্রাম্প ১৭১টি ইলেকটোরাল ভোট পাচ্ছেন।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
পাকিস্তানের নবগঠিত সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি
বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা
নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করলেন বাইডেন
X
Fresh