logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০, ৭ আশ্বিন ১৪২৭

ভারত-পাকিস্তান সীমান্তে গভীর সুড়ঙ্গের খোঁজ, করাচি লেখা বস্তা রহস্যে বিএসএফ  

  আন্তর্জাতিক ডেস্ক

|  ২৯ আগস্ট ২০২০, ২১:১০
India, Pakistan,
ছবি সংগৃহীত
ভারতের সাথে পার্শ্ববর্তী দেশ চীন, নেপাল, পাকিস্তান কারো সম্পর্ক ভালো যাচ্ছে না। তিন দেশের সীমান্তে সাম্প্রতিককালে উত্তাল পরিবেশ বিরাজ করেছে। দেশটির উপরে যেন বাড়তি চাপ বিরাজ করছে। 

ঠিক তেমনি একটি সময়ে ভারত এবং পাকিস্তানসহ সীমান্তের কাছে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার বেঙ্গালাদ অঞ্চলে সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের খবর, সুড়ঙ্গটি ১৫০ ফুট দীর্ঘ ও ২৫ ফুট গভীর। সুড়ঙ্গের মধ্যে থেকে নাকি করাচি ও শাখেরগড় লেখা বালির বস্তা উদ্ধার হয়েছে। 

বিএসএফ কর্মকর্তাদের ভাষ্য, এই অঞ্চল থেকে ৪০০ মিটার দূরেই পাকিস্তানের আউট পোস্ট অবস্থিত।

অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ। লুকানো নির্মাণ ধ্বংস করতে গত কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছে বিএসএফ। আর সেই অভিযানের সময়ই সুড়ঙ্গটি চিহ্নিত করা হয়।

এর আগে ভারত-পাক সীমান্তের জম্মুর এই অংশে ২০১২ সালে সাম্বা সেক্টরে বিএসএফ ৪০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ চিহ্নিত করেছিল। 

এছাড়া, ২০১৪ সালে পালানওয়ালায় প্রায় সমান দীর্ঘ আরেকটি সুড়ঙ্গের হদিশ পাওয়া যায়। একই বছর সাম্বার চিলইয়ারিতেও সুড়ঙ্গ উদ্ধার হয়। যা ভারতীয় ভূখণ্ডে প্রায় ২৫ মিটার পর্যন্ত বিস্তৃত।

এছাড়া ২০১৬ সালে পাকিস্তানের দিক থেকে একটি সুড়ঙ্গ চিহ্নিত করা হয় যার বিস্তার ভারতীয় সীমানার আরএস পুরা সেক্টরে প্রায় ৩০ মিটার পর্যন্ত ছিল। সাম্বায় একই রকম সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায় ২০১৭ সালেও।

এম
 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়