spark
logo
  • ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৭ জন, আক্রান্ত ২৬৬৬ জন, সুস্থ হয়েছেন ৫৫৮০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বাড়িতে থেকেই করোনা মুক্ত হলেন অভিনেতা কিরণ কুমার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৭ মে ২০২০, ১৮:৩৭ | আপডেট : ২৭ মে ২০২০, ১৯:০১
Kiran Kumar,
ছবি সংগৃহীত
বলিউড অভিনেতা কিরণ কুমারের করোনা আক্রান্তের খবর সম্প্রতি পাওয়া যায়। গেল ১৪ মে থেকে কোয়ারেন্টিনেই ছিলেন তিনি।

অবশেষে সুস্থ হয়ে উঠলেন অভিনেতা। তৃতীয়বার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান কিরণ কুমার।

বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন এই অভিনেতা। গত সপ্তাহে মুম্বাইয়ের এক হাসপাতালে রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন অভিনেতা। তখনই কিছু পরীক্ষা করার সময় চিকিৎসকদের সন্দেহ হয়। তারা অভিনেতাকে করোনা টেস্ট করতে বলেন।

তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। যদিও শরীরে কোনও উপসর্গই দেখা দেয়নি জানিয়েছিলেন কিরণ কুমার।

তিনি বলেছিলেন, আমার কোনও লক্ষণই ছিল না। আমি এক হাসপাতালে গিয়েছিলাম চেক আপের জন্য। করোনার পরীক্ষা সেখানে আবশ্যক ছিল। তাই আমারও পরীক্ষা হয়। পরীক্ষার ফল হাতে আসার পর জানতে পারি আমি করোনাভাইরাসে সংক্রমিত। কিন্তু আমার আগেও কোনও লক্ষণ ছিল না।

ক্যারিয়ারে কিরণ কুমার বহু বিখ্যাত টিভি শো-তে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে জিন্দেগি, ঘুটন, সাহিল, মঞ্জিল, অউর ফির একদিন ইত্যাদি। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে তেজাব, ধারকান, জানি দুশমন, ববি জাসুস ইত্যাদি।

এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৮৩৭৯৫ ৯৩৬১৪ ২৩৫২
বিশ্ব ১২৮৫৯০৩০ ৭৪৯৩৭৭৪ ৫৬৭৯৬১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়