logo
  • ঢাকা বুধবার, ২৭ মে ২০২০, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আবারও সমালোচিত নোবেল

অনলাইন ডেস্ক
|  ২০ মে ২০২০, ১২:১৭ | আপডেট : ২০ মে ২০২০, ১৩:১৬
Noble,
ছবি সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের একটি টেলিভিশনের গানের রিয়েলিটি শোয়ের মাধ্যমে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি গায়ক মাঈনুল আহসান নোবেল। কিন্তু এই তরুণ শিল্পী শুরু থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন। শোনা যায়, ওই রিয়েলিটি শোর বিচারকদের সঙ্গেই নাকি বাজে ব্যবহার করতেন তিনি। এছাড়া বেফাঁস মন্তব্যের জন্য বরাবরই হয়েছেন সমালোচিত। এবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সমালোচিত নোবেল।  

তিনি লিখেছেন, দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই।

তোমার মনের ভেতর - অনুপম রায় (National Award winner)

আগুনপাখি - শান্তনু মৈত্র (National Award winner)

তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও।

থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।

ইতি
নোবেল

তরুণ এই গায়কের এমন মন্তব্য মেনে নিতে পারেনি দেশের সঙ্গীতপ্রেমী শ্রোতারা। তারা নোবেলের স্ট্যাটাসের নানা কমেন্টস করে সমালোচনা করেছেন। এছাড়াও নেটিজেনরাও নোবেলের এই স্ট্যাটাস দেওয়া মোটেও ঠিক হয়নি এমনটাই বলছেন।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৬৭৫১ ৭৫৭৯ ৫২২
বিশ্ব ৫৬৪১২০৫ ২৪০৭০২৩ ৩৪৯৭০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়