logo
  • ঢাকা বুধবার, ২৭ মে ২০২০, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মহেশের নায়িকা হচ্ছেন প্রিয়া, গুঞ্জন নাকি সত্যি?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ মে ২০২০, ১২:৪২ | আপডেট : ০৬ মে ২০২০, ১৩:৪৩
মহেশ-প্রিয়া
ছবিতে মহেশ-প্রিয়া
তেলেগু সুপারস্টার মহেশ বাবু নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। এটি পরিচালনা করবেন গীতা গোবিন্দম খ্যাত পরিচালক পরশুরাম। সব কিছু ঠিক থাকলে লকডাউন তুলে নিলেই ছবিটির শুটিং শুরু করবেন পরিচালক। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জানা গেছে, ভ্রু কাঁপানো ভিডিও দিয়ে আলোচনায় আসা মালায়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র এই ছবিতে কাজ করবেন। তিনি মহেশের নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছেন।

তবে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটি জনপ্রিয় নিউজ পোর্টালের খবরে বলা হয়, প্রিয়া প্রকাশের এই ছবিতে কাজ এখনও চূড়ান্ত নয়। কারণ এর আগে ‘কবীর সং’ খ্যাত নায়িকা কিয়ারা আদভানী এবং কীর্তি সুরেশের অভিনয়ের কথা শোনা যায়। তাদের যে কেউই থাকতে পারেন ছবিতে।

আপাতত মহেশ ভক্তরা অপেক্ষায় আছেন তাদের প্রিয় নায়কের বিপরীতে কে নায়িকা চরিত্রে অভিনয় করেন তার দেখার। যদি প্রিয়া প্রকাশ ছবিটিতে কাজের সুযোগ পেয়ে যান তাহলে তার ভাগ্য খুলে যাবে একথা বলার অপেক্ষা রাখে না।

বিগ বাজেটের ছবিতে মহেশের মতো সুপারস্টারের সঙ্গে কাজ তার ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নেবে একথা বলার অপেক্ষা রাখে না।

এম   

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৬৭৫১ ৭৫৭৯ ৫২২
বিশ্ব ৫৬৪১২০৫ ২৪০৭০২৩ ৩৪৯৭০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়