logo
  • ঢাকা সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫ জন, সুস্থ ৪০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য রক্ত দেবেন টম হ্যাংকস

বিনোদন ডেস্ক, আরটিভো অনলাইন
|  ২৭ এপ্রিল ২০২০, ১৪:০৮ | আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৪:১৭
টম হ্যাংকস ও রিটা উইলসন
ছবিতে টম হ্যাংকস ও রিটা উইলসন
সম্প্রতি করোনা যুদ্ধ জয় করে সুস্থ হয়েছেন হলিউডের তারকা দম্পতি টম হ্যাংকস ও রিটা উইলসন। তারাই প্রথম সেলিব্রিটি, যারা করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে জানান।

এবার মারণ ভাইরাস ঠেকাতে নিজেদের প্লাজমা বা রক্তরস দান করতে চান টম হ্যাংকস ও রিটা উইলসন।

অস্কারজয়ী অভিনেতা বলেন, ‘আমরা জানতে পেরেছি আমাদের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমাদের কাছে রক্তদান করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর আমরাও নিজেদের প্লাজমা দান করতে আগ্রহী।’

তার প্লাজমা থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হলে, সেই ভ্যাকসিনের নাম কী হবে, তাও ঠিক করে ফেলেছেন টম হ্যাংকস। ভ্যাকসিনের নাম ‘হ্যাংক-সিন’ রাখতে চান বছর ৬৩ বয়সী এই অভিনেতা।

গেল মার্চ মাসে অস্ট্রেলিয়ায় থাকাকালীন করোনায় আক্রান্ত হন টম হ্যাংকস ও রিটা উইলসন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুটিং করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন তারা। সেখানেই শুরু হয় চিকিৎসা।  অবশেষে সেই পর্ব মিটিয়ে গত ২৮ মার্চ নিজের দেশে ফিরেছেন এই দম্পতি।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৭১৫৩ ৯৭৮১ ৬৫০
বিশ্ব ৬১৮৪৭২১ ২৭৫৪৬০৯ ৩৭১৩৮৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়