logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৯৫ জন, সুস্থ ৪৭০ জন, ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৫১০টি: স্বাস্থ্য অধিদপ্তর

ঘরবন্দি জ্যাকুলিনের পরামর্শ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৬ মার্চ ২০২০, ১৪:৩০
জ্যাকুলিন ফার্নান্দেজ
ছবি সংগৃহীত

আর সব তারকার মতো বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও ঘরবন্দি অবস্থায় আছেন। করোনা থেকে বাঁচতে তিনিও বাসায় থাকছেন এবং ভক্তদেরও ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন।

ঘরে থাকলেও বসে নেই জ্যাকুলিন। নিয়মিত শরীরচর্চা করে যাচ্ছেন তিনি। শরীরচর্চার একটি ভিডিওও শেয়ার করেছেন এইঅভিনেত্রী।

এই অভিনেত্রী বলেন, আমি বাসায় আছি, আপনারাও থাকুন। নিরাপদে থাকুন। আর নিজেকে পরিচ্ছন্ন রাখুন। আমি বেশিরভাগ সময়ই এখন পার করছি জিম করে। এটা আমি বেশ উপভোগ করি। শরীরচর্চা আমাকে আনন্দ দেয়। আপনারাও প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। কারণ বাসায় থেকেও তাহলে সময়টা কাজে লাগবে। শরীর-মন দুটোই ভালো থাকবে।

গেল ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে লাখ ৬৬ হাজার ৭৫৯ জন। মারা গেছেন ২১ হাজার ১৪৮ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন লাখ ১৩ হাজার ৮০৮ জন।

এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৫১৪০ ১১৫৯০ ৭৪৬
বিশ্ব ৬৪৮৫৫৭১ ৩০১০৬৯৬ ৩৮২৪১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়