logo
  • ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯৫০, মোট ১০ হাজার, নতুন আক্রান্ত ৮ হাজারের বেশি: বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১, মোট মৃত্যু: এনডিটিভি। বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

এবার নায়িকা হচ্ছেন দীঘি 

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০২ মার্চ ২০২০, ১১:৪৬ | আপডেট : ০২ মার্চ ২০২০, ১১:৫০
প্রার্থনা ফারদিন দীঘি
ছবি সংগৃহীত
শিশুশিল্পী হিসেবেই সুপরিচিত দীঘি। তার পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। পাঁচ থেকে ছয় বছর বয়সে দীঘি ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করে। ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমায় অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায় দীঘি।

এরপর পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন দীঘি। এর মাঝেই থেমে থেমে গুঞ্জন ওঠে নায়িকা হয়ে ফিরছেন দীঘি।  এবার সত্যি নায়িকা হয়ে বড় পর্দায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন দীঘি।  

এদিকে গেল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনের একটি অনুষ্ঠানে চিত্রনায়ক ইমনের সঙ্গে মঞ্চে উপস্থাপনাও করেন দীঘি।

এ ব্যাপারে দীঘি বলেন, শিল্পী সমিতির বনভোজনে ইমন ভাইয়ের সঙ্গে মঞ্চে উপস্থাপনা করলাম। ভালো লেগেছে আমার। এদিকে নতুন বেশকিছু সিনেমার কাহিনী হাতে পেয়েছি।  গল্পগুলো পড়ছি। খুব শিগগিরই বড় পর্দায় কাজ শুরু করবো। 

তবে নায়ক হিসেবে কে থাকতে পারেন দীঘির বিপরীতে তা এখনই বলতে চান না তিনি। 

এম 
 

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ৯৬২৯৭৭ ২০২৯৩৫ ৪৯১৮০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়