logo
  • ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২০, ২২ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯ এর মধ্যে রয়েছে দুই শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্কেই গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছেন, মোট মৃত্যু ২৩৭৩: গভর্নর অ্যান্ড্রু কুমো। ভারতে মোট ৬২ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ২৫৪৭ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৭৮ জন, তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ভারতে। শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই।

স্বস্তিকার নতুন চমক 

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৫ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৫
স্বস্তিকা মুখার্জি
ছবি সংগৃহীত

টালিউডের সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নতুন রূপে বড় পর্দায় আসছেন তিনি। এবার গৃহবধূর বেশে হাজির হতে চলেছেন। ছবির নাম শ্রীমতি। এতে অভিনেতা সোহম চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে। পরিচালনা করছেন অর্জুন দত্ত।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছবিতে একজন উচ্চ মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হচ্ছেন শ্রী অর্থাৎ স্বস্তিকা। যিনি কিনা রান্না করতে ভালোবাসেন, আর ছবিতে একটি কাল্পনিক চরিত্রও রয়েছে যার কাছ থেকে নাকি রান্নার বিভিন্ন টিপস নেন শ্রী।

আবার সব ব্যস্ততার মধ্যে একটা সময় নিজেকে বদলাতেও চান শ্রী। অন্যরকম হতে চান। নিজেকে বদলাতে জিমে ভর্তি হন, নিজের স্টাইল স্টেটমেন্টেও বদল আনেন। তবে শ্রী কি আদৌ নিজেকে বদলাতে পারবেন? সে গল্প অবশ্য শ্রীমতি মুক্তির পরই জানা যাবে।

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই শুরু হবে ছবির শুটিং।

স্বস্তিকা মুখার্জি মাস্তান, হেমন্তের পাখী, ক্রিমিনাল, তবু ভালোবাসি,বাই বাই ব্যাংকক, ভূতের ভবিষ্যৎ, আমি আর আমার গার্লফ্রেন্ড, তবে তাই হোক, মিশর রহস্য, জাতিস্মর, শাহজাহান রিজেন্সিসহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

এম

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৭০ ৩০
বিশ্ব ১২০১৫৯১ ২৪৬১৫২ ৬৪৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়