• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

দেবলীনা-অনিরুদ্ধ’র গানচিত্র ‘এই যে বসন্ত’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১০
দেবলীনা সুর, অনিরুদ্ধ, গান, ‘এই যে বসন্ত’।
অনিরুদ্ধ ও দেবলীনা সুর।

‘কোহেলী ডাকিছে বনে- ভালো লাগা মনে মনে, চোখের চাহনিতে কি মন্ত্র- আহা এই যে বসন্ত’- এমনই কথার গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী দেবলীনা সুর ও অনিরুদ্ধ। গানের নাম ‘এই যে বসন্ত’।

গানটি লিখেছেন সুমন সাহা। গানের সুর করেছেন শিল্পী অনিরুদ্ধ আর সঙ্গীতায়জনে ছিলেন সুমন কল্যাণ।

গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী দেবলীনা সুর গান সম্পর্কে বলেন, যেমন গানের কথা তেমন হয়েছে সুর। অনেকদিন অপেক্ষার পর এমন একটা গান গাইতে পেরে ভালো লাগছে। এখন তো ইউটিউবের ভিউ দেখে গান বিচার করা হয়। নিজে গেয়েছি দেখে বলছিনা, আমার ধারণা এবার বসন্তে এই গানটা হবে বসন্তের সেরা গান।

শিল্পী ও গানের সুরকার অনিরুদ্ধ বলেন, আমার এটাই প্রথম সুর করা গান যা জনসম্মুখে আসছে। গীতিকার সুমন সাহা দাদা কে অসংখ্য ধন্যবাদ আমায় এমন একটি সুযোগ দেয়ার জন্য। পহেলা ফাল্গুনে গানওয়ালার ইউটিউবে গানচিত্রটি প্রকাশিত হবে। আশা করি সবাই গান দেখে ও শুনে মন্তব্য করবেন।

গান সম্পর্কে গীতিকার সুমন সাহা বলেন, আমার লেখা এই প্রথম কোনো গান একেবারে নতুন একজন শিল্পী সুর করল। একেবারেই ভিন্ন একটা আমেজের সুর হয়েছে গানটি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সিনেমার পাশাপাশি নাটকেও ভালো গান হচ্ছে’
ইরতিয়াজ রতনের নতুন গান ‘ভুল করিনি’
ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের গান
ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের গান, যা বললেন হানিফ সংকেত
X
Fresh