logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০, ২৪ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৫ জন, শনাক্ত ৪১ জন, ঢাকায় ২০ জন ও নারায়ণগঞ্জে ১৫ জন এবং এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৩, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন: আইইডিসিআর। ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৬৫২৩ জন, এরপর স্পেনে মৃত্যু ১৩৩৪১ জন, যুক্তরাষ্ট্রে ১০৮৭১ জন, ফ্রান্সে ৮৯১১ জন, যুক্তরাজ্যে ৫৩৭৩ জন, ইরানে ৩৭৩৯ জন, চীনে ৩৩৩১ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৪ জন, মোট আক্রান্ত ৪৪২১ মোট মৃত্যু ১১৪: স্বাস্থ্য মন্ত্রণালয়।

মা হলেন কল্কি কোচলিন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯
কল্কি কোচলিন
কল্কি কোচলিন
অভিনেত্রী কল্কি কোচলিন মা হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। 'ভাইরাল ভায়ানি' নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কল্কির মা হওয়ার খবর শেয়ার করা হয়।

ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, সিজারিয়ান নয়, স্বাভাবিক প্রসবের মাধ্যমেই মা হয়েছেন কল্কি। এর আগে বেবি বাম্প নিয়ে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছিলেন কল্কি কোচলিন।

২০১১ সালে অনুরাগ কাশ্যপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন কল্কি।  অথচ বিয়ের দুবছরের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিবাহবিচ্ছেদের পর গাই হার্সবার্গের সঙ্গেই থাকেন কল্কি। গাই হলেন একজন ইজরায়েল পিয়ানো বাদক। মাতৃত্বকালীন সময় কল্কিকে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নানানরকম মোটিভেশনাল পোস্ট করতে দেখা গিয়েছে। 

তবে মাতৃত্বকালীন সময়ে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন বলে জানিয়েছিলেন কল্কি। তবে তার সন্তানসম্ভবা হয়ে পড়ার বিষয়টা পরিকল্পনা করে হয়নি বলে জানিয়েছিলেন কল্কি। 

এম 

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৪ ৩৩ ১৭
বিশ্ব ১৩৬৩৩৬৫ ২৯২৪২৫ ৭৬৪২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়