logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬

বর পঁচাত্তরের দীপঙ্কর, কনে ঊনপঞ্চাশের দোলন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৭ জানুয়ারি ২০২০, ১১:৫৬ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১২:১৬
টালিউড, দোলন রায়, দীপঙ্কর দে
দীপঙ্কর দে ও দোলন রায়।
টালিউড অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নাই। আর যদি হয় তাদের বিয়ের খবর তাহলে তো ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন। তবে এবারের বিয়ের খবর একটু ভিন্ন প্রকৃতির। পাত্রের বয়স ৭৫, আর কনের ৪৯। এত বয়সের পার্থক্যে নিয়ে মালা বদল করেছেন জনপ্রিয় অভিনেত্রী দোলন রায় এবং অভিনেতা দীপঙ্কর দে।

বয়স তাদের কাছে শুধুমাত্র একটা সংখ্যা! ভালবাসার কাছে তুচ্ছ একটা বিষয়। তাইতো গেল বৃহস্পতিবার, দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় জমকালো আয়োজনে বিয়ে করেছেন তারা।

বিয়ের আসরে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেনসহ অনেকে। উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশীষও। সাদা পাঞ্জাবী পরনে বর দীপঙ্কর যেন এই বয়সেও তরুণ তুর্কি। দোলনের পরনে ছিল লাল বেনারসি। খোপায় লাল ফুল, সোনার গয়না সজ্জিত। সিঁথিতে চওড়া সিঁদুর।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে একসঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন টালিউডের এই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী দোলন, দীপঙ্কর। এবার অবশেষে আইনি স্বীকৃতি পেল তাদের দীর্ঘজীবনের সম্পর্ক।

জিএ  

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়