logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০, ৭ ফাল্গুন ১৪২৬

বাবা হারালেন অভিনেতা ডোয়াইন জনসন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৬ জানুয়ারি ২০২০, ১৭:৪১
ডোয়াইন জনসন,  রকি জনসন,
ছবিতে- ২০০৮ সালে বাবার সঙ্গে রক
হলিউডের তারকা অভিনেতা ডোয়াইন জনসন। রেসলার হিসেবে ‘দ্য রক’ নামেই তুমুল জনপ্রিয় তিনি। তার বাবাও একজন নামী রেসলার ছিলেন।

বুধবার রকের বাবা রকি জনসন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রকি জনসন রেসলিং রিংয়ে ‘সৌল ম্যান’ নামে পরিচিত ছিলেন। এক বিবৃতিতে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। রকি জনসন ১৯৬০ সালে ন্যাশনাল রেসলিং অ্যালিয়ান্সে (এন আর এ) নাম লেখান।

সেসময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর। তিনি ডাব্লিউ ডাব্লিউ ই-তে যোগ দেন ১৯৮৩ সালে। ২০০৮ সালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের হল অব ফেমে জায়গা পান রকি জনসন।

ডোয়াইন ছাড়াও কার্টিস এবং ওয়ান্ডা বউলস নামে রকি জনসনের আরও দুই সন্তান রয়েছে।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়