logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

দশ লাখে নদী-অঙ্কন-স্বর্ণা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১২ জানুয়ারি ২০২০, ১৬:১১ | আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৬:৪৬
নদী, অঙ্কন, স্বর্ণা, গান
নদী, অঙ্কন ও স্বর্ণা।
এ সময়ের তরুণ প্রজন্মের তিন শিল্পী নদী-অঙ্কন-স্বর্ণার কণ্ঠে তিনটি ফোক গান ইউটিউবে দশ লাখ ভিউ ছাড়িয়েছে। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান ইগলু ফোক স্টেশন-এর জন্য গানগুলো করা হয়। আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গান তিনটি প্রকাশের খুব কম সময়ের মধ্যে দশ লাখ ভিউ অতিক্রম করল।  এই সাফল্যে ভীষণ আনন্দিত নদী-অঙ্কন-স্বর্ণা।

শ্রোতাপ্রিয় এই ফোক গানে নিজেদের সুযোগ করে দেয়ায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। এর মধ্যে নদী গেয়েছেন ইসমাইল হোসেন সিরাজীর কথায় ও  আলম খানের সুরে 'ডাক দিয়াছেন দয়াল আমারে' গানটি।

 

অঙ্কন গেয়েছেন 'চ্যাংড়া বন্ধু' শিরোনামের গানটি। 

 

স্বর্ণা গেয়েছেন রজব দেওয়ানের কথা ও সুরে  'তুই আমারে করলি পাগল' শিরোনামের গান।

তিনটি গানের সঙ্গীত আয়োজনে ছিলেন জেকে মজলিশ। ইগলু ফোক স্টেশন অনুষ্ঠানটির প্রযোজক নুর হোসেন হীরা। পরিকল্পনা করেছেন কামরুল হাসান।

জিএ   

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়