logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২

বিশ্বজুড়ে নেটফ্লিক্স-এর ১৬০ মিলিয়ন গ্রাহক

ছবি সংগৃহীত
বিশ্বজুড়ে নেটফ্লিক্স-এর গ্রাহক সংখ্যা ১৬০ মিলিয়ন। তবে ভারতে তাদের গ্রাহক সংখ্যা কত, সেই বিষয়ে কিছু জানায়নি মার্কিন এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

সংস্থার সিইও তথা প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে জানান, প্রবল সম্ভাবনাময় এই বাজারের কথা মাথায় রেখে নতুন নতুন কনটেন্ট তৈরির জন্য আগামী ১ বছর ভারতে। ৩,০০০ কোটি খরচ করতে চায় মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

আমরা এখানে সবে মাত্র যাত্রা শুরু করেছি। আমাদের গল্পের মূল কেন্দ্রবিন্দু হলো বিষয়বস্তু। ভারতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে অনলাইন স্ট্রিমিং সাইটগুলোর। স্থানীয় কনটেন্টের পাশাপাশি ভারতে বিদেশি শো এবং সিনেমার যথেষ্ট জনপ্রিয়তা আছে। রিড হেস্টিংস একথা বলেন।

২০১৮-১৯ আর্থিক বছরে ভারতে ৭০০ শতাংশের বেশি ব্যবসা বেড়েছে প্রতিষ্ঠানটির সে বছর তাদের রেকর্ড ৪৬৬.৭ কোটি রুপি রাজস্ব ঘরে ঢুকেছিল। এর মধ্যে ৫.১ কোটি রুপি ছিল নিট লাভ।

মুম্বাইয়ের দপ্তরে প্রায় ১০০ কর্মী কর্মরত আছে নেটফ্লিক্স-এর।

এম

RTV Drama
RTVPLUS