logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩৫

বাগদান সারলেন এমা স্টোন

এমা স্টোন
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী এমা স্টোন বাগদান সারলেন। সম্প্রতি প্রেমিক ডেভ ম্যাকক্যারির সঙ্গে তার বাগদান হয়।

ইন্সটাগ্রামে স্টোনের সঙ্গে একটি ছবিতে বাগদানের আংটি দেখিয়ে সবাইকে এ সুসংবাদটি জানান ডেভ। জানা গেছে, প্রায় দুই বছর তারা চুটিয়ে প্রেম করেন।

জনপ্রিয় স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের পরিচালক ডেভ ম্যাকক্যারি। ২০১৬ সালে স্টোন যখন এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন, তখন থেকেই দু’জনের সম্পর্ক গড়ে ওঠে।

২০১০ সালে 'ইজি এ' ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন স্টোন। এরপর ২০১১ সালে ক্রেজি, স্টুপিড, লাভ, দ্য হেল্প চলচ্চিত্রে প্রশংসিত হন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এমাকে।

২০১৬ সালে লা লা ল্যান্ড চলচ্চিত্রে একজন উঠতি অভিনেত্রী মিয়া ডোলান চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে ভল্পি কাপ লাভ করেন।

এম

RTVPLUS