logo
  • ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬

এফ আই মানিকের সিনেমায় জায়েদ খান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯
বাংলা সিনেমা
ছবি আরটিভি অনলাইন
অসুস্থতার কারণে দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন সফল চিত্রনির্মাতা এফ আই মানিক। বিরতি ভেঙে আবারও ফিরছেন তিনি।

ছবির নাম ‘ভালোবাসা সত্যি নয়’। গেল ১ ডিসেম্বর বিএফডিসিতে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, আসছে ২০ ডিসেম্বর বিএফডিসিতে শুটিং শুরু হবে।

ছবির নায়ক হিসেবে আছেন জায়েদ খান। তবে নায়িকা কে তা এখনও জানানো হয়নি। জানা গেছে, সিনেমার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে এইডস নিয়ে বার্তা থাকবে।

জায়েদ খান বলেন, এই সিনেমায় এইডস নিয়ে সচেতনতা থাকবে। এ সিনেমার গানে চমক থাকবে। রুনা লায়লা, আশা ভোসলে, আলম আরা মিনু, শাকিলা জাফর, আঁখি আলমগীরের মতো শিল্পীরা এ সিনেমার জন্য গান করছেন।

এফ আই মানিক নির্মিত ‘স্বপ্নের বাসর’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ ছবিগুলো অন্যতম।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়