logo
  • ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ৩ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১৮:৫৯
আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:০৩

সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি

সৃজিত-মিথিলা
ছবি সংগৃহীত
বাংলাদেশের গায়িকা, মডেল-অভিনেত্রী মিথিলার সঙ্গে ভারতের বাংলা ছবির নির্মাতা সৃজিত মুখার্জির প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। এবার জানা গেল আসছে ২২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন  সৃজিত-মিথিলা।

গেল কয়েক মাস ধরেই দুজনকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গাছে। বেশ কিছু উৎসব উদযাপন করেছেন তারা। কলকাতায় একটি মিউজিক ভিডিওতে কাজের সূত্র ধরে সৃজিত-মিথিলার বন্ধুত্ব। তবে বিয়ের প্রসঙ্গে সৃজিত কথা বলতে রাজি হননি। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

এর আগে নেপালের নাগরকোট শহরে কেনাকাটা করতে দেখা গেছে তাদের। ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মিথিলা গণমাধ্যমকে জানিয়েছিলেন, সৃজিত জাস্ট ফ্রেন্ড। আমাদের মাঝে শুধু বন্ধুত্ব আছে। একজন ভালো বন্ধুই আরেকজন ভালো বন্ধুর সঙ্গে মিশবে এটা স্বাভাবিক বিষয়।

উল্লেখ্য, সঙ্গীতশিল্পী অর্ণবের গাওয়া ‘কী হলে কী হতো’ গানের ভিডিওতে কাজ করার সময় সৃজিত-মিথিলা কাছাকাছি হন।

এম  

RTV Drama
RTVPLUS