• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

অন্য কেউ সভাপতি হলেও ভালো লাগবে মৌসুমীর (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৯, ১২:৩৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকাই সিনেমার চিরসবুজ নায়িকা মৌসুমি। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। নির্বাচন চলাকালে বিএফডিসিতে আরটিভি অনলাইনকে মৌসুমি বলেন, প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রশাসনকে। তারা সুন্দরভাবে এই নির্বাচন পরিচালনা করছে। ভেতরের শৃঙ্খলা তথা পুরো সিস্টেমগুলোকে নিয়মের মধ্যে রাখছে। তাই তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমাদের এই ছোট্ট ইলেকশনে তাদের এই সহযোগিতার হাত আসলেই অনেক বড় একটা ব্যাপার।

নির্বাচনে জয়ের ব্যাপারে কতোটা আশাবাদী এমন এক প্রশ্নের জবাবে মিষ্টি এই নায়িকা বলেন, এ বিষয়ে আসলে এখনেই কিছু বলা যাচ্ছে না। তবে জয়ের ব্যাপারে আশাতো করবই। পরিস্থিতি অনুযায়ী মানুষ মানুষের চিন্তা চেতনাকে অনেক সময় পরিবর্তন করে। তবে আমি সভাপতি হলে ভালো। আরেকজন হলেও ভালো।

এবারের নির্বাচনে একটি মাত্র প্যানেল অংশ নিয়েছে। বাকিরা স্বতন্ত্র নির্বাচন করছেন। গেল কয়েক বছরে এমন ঘটনা চোখে পড়েনি। সভাপতি পদে স্বতন্ত্র লড়ছেন মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ‘মিস ইউনিভার্স’ বাংলাদেশ হলেন শিলা
---------------------------------------------------------------

সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রতর বিপরীতে কোনও প্রার্থী নেই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। ফলে সুব্রত, জ্যাকি, আলমগীর ও ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

সাধারণ শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত লড়াই হবে সভাপতি দুই প্রার্থীর মধ্যেই। সেক্ষেত্রে মৌসুমী নাকি মিশা কে জয়ী হন সেটিই দেখার অপেক্ষায় চলচ্চিত্র শিল্পীরা। এবারের নির্বাচনে জয়ী শিল্পীরা ২০১৯-২০২১ সাল মেয়াদে দায়িত্ব পালন করবেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে বাধা লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি
‘অ্যাক্টরস হোম’র জায়গা বুঝে পেল অভিনয় শিল্পী সংঘ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আলী মারা গেছেন
সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
X
Fresh