logo
  • ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৬৫৪ জন, সুস্থ হয়েছেন ১৮৯০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

নিউ ইয়র্কে মুক্তি পাচ্ছে শুভ-মিমের 'সাপলুডু'

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৫ অক্টোবর ২০১৯, ১৩:৩৮ | আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:৪০
সাপলুডু
আসছে ২৫ অক্টোবর  নিউ ইয়র্কে মুক্তি পাচ্ছে 'সাপলুডু' ছবিটি। সেখানকার জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে ৭ দিনে মোট ১৮টি শো দেখানো হবে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

গোলাম সোহরাব দোদুল পরিচালিত 'সাপলুডু' ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গেল ২৭ সেপ্টেম্বর। এরই মধ্যে সিনেমাপ্রেমীদের মনজয় করেছে পলিটিক্যাল থ্রিলার ছবিটি। 

নায়ক আরিফিন শুভ জানালেন, জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে শুক্র ও শনিবার উপস্থিত থাকবেন তিনি নিজেও। দর্শকদের ছবিটি দেখার আহ্বান জানান তিনি।

অন্যদিকে বিদেশে নিজের ছবি মুক্তি নিয়ে আনন্দিত নায়িকা বিদ্যা সিনহা মিম। সবাইকে দল বেঁধে 'সাপলুডু' দেখার আমন্ত্রণ জানান তিনি।  

‘সাপলুডু’ ছবিটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এম 

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৬৬৭৪ ১৪১৭৫০ ৩২৬৭
বিশ্ব ১৮৭২২০৯০ ১১৯৩৬৭৬৪ ৭০৪৬৭৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়