logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

নেশায় আসক্তি ও ব্রেকআপ নিয়ে মুখ খুললেন শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১২ অক্টোবর ২০১৯, ১৯:৪৭
শ্রুতি হাসান
তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান ব্যক্তিজীবন নিয়ে মুখ খুলেছেন। তার মদ্যপান ও ব্রেকআপ নিয়ে একটি চ্যাট শোতে খোলামেলা কথা বলেছেন। শ্রুতির সাবেক প্রেমিক মাইকেল করসেল লন্ডনের একজন অভিনেতা। 

অ্যালকোহল সেবনের ফলে নায়িকা তার স্বাস্থ্যের উপরে বিরুপ প্রভাবের কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি হুইস্কি পান করেন। একটা সময় তার এই নেশা থেকে পরিত্রাণের চিন্তা জাগে। এই আসক্তির কথা তিনি পরিবার বা বন্ধুবাধব কাউকেই বলতে পারছিলেন না। খবর টাইমস অব ইন্ডিয়ার।

লোকে কী মনে করেন, তা না ভেবে তিনি এক বছরের বিরতি নিয়েছিলেন। মদপান ছাড়েন তিনি। 

এ সময় মাইকেল করসেলের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে শ্রুতি বলেন, আমি খুব নিরীহ একজন মানুষ। আর আমার আশ পাশে যারা থাকেন সবাই বস। আমি খুব আবেগপ্রবণ। যাই হোক না কেন সেটি ছিল আমার জন্য ভালো একটি অভিজ্ঞতা।

এম 

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়