logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

সারার দুষ্টুমির শিকার মা অমৃতা সিং

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ অক্টোবর ২০১৯, ১৯:২১ | আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৯:৩০
বলিউড অভিনেত্রী সারা আলী খান দুষ্টুমিতে বেশ এগিয়ে। এমনকি পরিবারের সদস্যদের সেই দুষ্টুমি থেকে মাফ পান না। মা অমৃতা সিং এবার সারা আক্রমণের শিকার হয়েছেন। তাইতো মেয়ের কাণ্ডে মা মুখ ঢেকেছেন।

সম্প্রতি সারা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর টেবিলে বিশাল এক দোসা আর তার সামনে মুখ ঢেকে বসে আছেন অমৃতা সিং। ভিডিওটি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল।

মা বিশাল দোসার সামনে বসে... এই অবস্থায় মায়ের ভিডিও শুট করলেন সারা। মায়ের সঙ্গে মজা করে ক্যাপশনে লিখেছেন, মা আর আমি যখন খাবার খেতে বাইরে গিয়েছিলাম, ডায়েটের কথা মাথায় ছিল না। এত খাবার খাওয়া সহজ কাজ নয়। যারা খাওয়া প্রতিযোগিতায় নাম দেয়, তারাও সহজে এত খেতে পারবে না।'

'কেদারনাথ' দিয়ে সিনেমায় নিয়মিত হন সারা। প্রথম ছবিতে বেশ প্রশংসা পান। তৈরি করেন অগণিত ভক্ত। রণবীর সিং-এর সঙ্গে 'সিম্বা'তেও বেশ ভালো অভিনয় করেছেন। সারার নতুন ছবি কার্ত্তিক আরিয়ানের সঙ্গে 'লাভ আজকাল ২' ও বরুণ ধাওয়ানের সঙ্গে 'কুলি নম্বর ওয়ান'।

জিএ  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়