logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা উপহার পেলেন তামান্না

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৯ অক্টোবর ২০১৯, ১৯:৪১ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২০:১১
জনপ্রিয় নায়িকা, তামান্না ভাটিয়া, উপহার
তামান্না ভাটিয়া
ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। মাত্র ১৫ বছর বয়সে অভিনয় জগতে আসেন এই অভিনেত্রী। ২০০৫ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি।

তবে ‘বাহুবলী’ ও ‘বাহুবলী ২’ ছবিতে অভিনয় করে বিশ্বব্যাপী নতুন করে আলোচনায় আসেন তিনি। প্রায়ই সময় বিভিন্ন কারণে আলোচনায় আসেন তামান্না। এবার দামী উপহার পেয়ে নতুন করে আলোচনায় এলেন।

উপাসনার হাতে তামান্নাকে উপহার দেওয়া হীরাটি

গেল ২ অক্টোবর তামান্নার ‘সাইরা নরসিমহা রেড্ডি’ ছবি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবি দেখে দর্শকরা প্রশংসা করছেন বেশ। তবে অভিনেত্রীর প্রশংসা করে এক ভক্ত বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা উপহার দিয়েছেন। যিনি উপহার দিয়েছেন তিনিও বেশ পরিচিত। দক্ষিণী সুপারস্টার রামচরণ তেজার স্ত্রী উপাসনা।

বেশ ধনী পরিবারের মেয়ে উপসনা। তবে তার পরিচিত রামচরণের স্ত্রী হিসেবে। ‘সাইরা নরসিমহা রেড্ডি’ ছবিতে রামচরণের সঙ্গে তামান্না অভিনয় করেছেন। ছবিটির প্রযোজক রামচরণ। ছবিতে বলিউড শাহেনশাহ অভিতাভ বচ্চনও অভিনয় করেছেন।

জিএ/এম  

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়