logo
  • ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

সাত বছরের অন্তঃসত্ত্বা বিদ্যা!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ আগস্ট ২০১৯, ১৪:৩৪ | আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৫:০০
অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী বিদ্যা বালান
বিদ্যা বালান
সদ্যমুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মঙ্গল’ দিয়ে আলোচনার ঝড় তুলেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। প্রথম দিনেই ‘মিশন মঙ্গল’ ২৯ কোটি টাকার ব্যবসা করেছে। তবে আলোচনার ঝড় আরও বেগবান হয়েছে বিদ্যার একটি সাক্ষাৎকারে।

বিদ্যাকে নিয়ে প্রায় অন্তঃসত্ত্বার গুজব শোনা যায়। এবার গুজব শুনে অভিনেত্রী নিজেই মতামত দিয়েছেন। তিনি বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা নই। আমার শারীরিক গঠনের জন্য কোনও বিশেষ পোশাক করলে অনেক সময় আমাকে অন্তঃসত্ত্বার মতো দেখায়। এতে আমার কিছু করার থাকে না। এটা প্রথম নয়, বিয়ের একমাস পর থেকেই এ ধরনের জল্পনাকল্পনা শুনে আসছি।

অভিনেত্রী বলেন, ২০১২ সালে বিয়ের পর থেকেই এ ধরনের কথা প্রায়ই রটছে। সেই হিসেবে আমি সাত বছরের অন্তঃসত্ত্বা!

সম্প্রতি কালো রঙের ম্যাক্সিতে বিদ্যার একটি ছবি প্রকাশ্যে আসার পর ভাইরাল হয়। এ নিয়ে অভিনেত্রীকে পরশন করা হয়। প্রশ্নের জবাবে এমনটি জানান অভিনেত্রী। তবে এসব গুজব সয়ে গেছে বলে জানান অভিনেত্রী।

জিএ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়