logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

জন্মদিনে কী উপহার দিলেন সারা?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১২ আগস্ট ২০১৯, ১৭:২৬
বলিউডের হালের ক্রেজ সারা আলী খানের জন্মদিন আজ (১২ আগস্ট)। ১৯৯৫ সালের আজকের এই দিনে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ঘর আলো করে এসেছিলেন তিনি।

bestelectronics
সারা অভিনীত ‘কেদারনাথ’এবং ‘সিম্বা’ছবি দুটো মুক্তি পেয়েছে। সেখানে নায়িকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল ২’ছবিতে কাজ করছেন সারা।

এবারের জন্মদিনে সারা তার ভক্তদের জন্য উপহার নিয়ে এলেন। আর সেটি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। সারা অভিনীত নতুন ছবি ‘কুলি নম্বর ওয়ান’র পোস্টার প্রকাশ করলেন তিনি। আর ক্যাপশনে নিজেকে নিজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

এই পোস্টারে সারা আলী খানের সঙ্গে আছেন বরুণ ধারওয়ানও। মাথায় টুপি পরে কমেডি লুকে বরুণ জড়িয়ে ধরে আছেন সারা আলী খানকে। আর সারা আলী তাকিয়ে আছেন কামনার চোখে।

১৯৯৫ সালে ‘কুলি নম্বর ওয়ান’মুক্তি পেয়েছিল। প্রথম ছবির মতো দ্বিতীয় কিস্তিও বানাচ্ছেন ডেভিড ধাওয়ান। কিন্তু নতুন ছবিতে প্রথমটির অভিনয়শিল্পী গোবিন্দ ও কারিশমা কাপুরকে দেখা যাবে না। সবকিছু ঠিক থাকলে আসছে ২০২০ সালের ১ মে ছবিটি মুক্তি পাবে।

এম 

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়