logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

স্বামীকে নিয়ে দরগা শরীফে নুসরাত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ জুলাই ২০১৯, ১৭:১২ | আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৭:১৭
নুসরাত জাহান
স্বামীর সঙ্গে নুসরাত
বিয়ের পর থেকেই সমালোচনার মধ্যে রয়েছেন টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। একজন মুসলিম হয়েও কেন তিনি হিন্দুকে, পুরোপুরি হিন্দু মতে বিয়ে করলেন এ নিয়েও যত আলোচনা। তবে নিন্দুকদের সমালোচনার কানে নেননি নুসরাত। অবিচল থেকেছেন নিজের সিদ্ধান্তে।

bestelectronics
নিন্দুকেরা বলেছিলেন, নুসরাত আর মুসলমান নেই সে হিন্দু হয়ে গেছে। তবে নায়িকার দাবি, তার বিশ্বাস অটুট আগের জায়গাতেই আছে। ধর্ম পরিবর্তন করেননি। তারা নিজেদের মতো করেই আছেন।

হিন্দুদের নানা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েও বিতর্কিত হয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে কাজের সূত্রেই দিল্লিতে রয়েছেন নুসরাত। স্বামী নিখিল জৈনকে নিয়ে খাজা হজরত নিজামুদ্দিন দরগা শরীফে গেলেন তিনি। আর সেখান থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিখিল লিখেছেন, ‘ভগবান সর্বত্র। তুমি কোথায় তাঁকে খুঁজে পাবে তা নির্ভর করছে তোমার উপর। আমি তোমার মধ্যেই আমার ভগবানকে খুঁজে পেয়েছি।’

উল্লেখ করার বিষয় হলো বিয়ের পর থেকেই সিঁথিতে সিঁদুর পরা নুসরাতের সিঁথিতে এদিন সিঁদুর ছিল না।

চলতি বছরের জুন মাসে তুরস্কের বোদরুম শহরে সেরে এসেছেন স্বপ্নের বিয়ে। শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিন জৈনের ঘরণী তিনি। ৪ জুলাই কলকাতার আইটিসি রয়্যালে গ্র্যান্ড রিসেপশন হয়েছে তাদের।

এম

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়