logo
  • ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬

ধর্মের কারণে অভিনয় ছাড়লেন ‘দঙ্গল’ গার্ল জায়রা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩০ জুন ২০১৯, ১৭:০৮
জায়রা ওয়াসিম
‘৫ বছর আগে আমি আমার জীবন একদম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্তটি আমার সামনে জনপ্রিয়তার দরজা খুলে দিয়েছিল। আমাকে ইয়ুথ রোল মডেল হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু আমি যা হতে চেয়েছিলাম, এটা তা নয়। আমার সাফল্য, ব্যর্থতার ধারণার সঙ্গে এটা মেলে না।’ কথাগুলো ফেসবুক পোস্টে লিখেছেন জায়রা ওয়াসিম।

এমন স্ট্যাটাসের মাধ্যমে ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী অভিনয় ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মাত্র ১৮ বছর বয়সেই জায়রার ঝুলিতে এসেছে চমকে দেয়া সাফল্য। কিন্তু এই পরিচয়ে বা কাজের ধরনে তিনি খুশি নন, সে-কথা এবার স্পষ্টতই জানিয়েছেন জায়রা।

জায়রা জানান, ঈশ্বর ও পবিত্র কোরআনের মধ্যে শান্তি ও জ্ঞানের আলোর সন্ধান পেয়েছি আমি।

তরুণ এই অভিনেত্রীর হঠাৎ এমন সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হচ্ছে তার ভক্তদের। তবে জায়রাকে স্বাগত জানিয়ে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

এম/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়