logo
  • ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৭

সিঁদুর পরা নিয়ে মুখ খুললেন নুসরাত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৭ জুন ২০১৯, ১৫:৪২ | আপডেট : ২৮ জুন ২০১৯, ১২:১৯
নুসরাত জাহান
নিখিল জৈনকে বিয়ের পর নুসরাত জাহানের মাথায় সিঁদুর দেখা গেছে। এমন কী সংসদে শপথ নেয়ার সময়ও তার মাথায় সিঁদুর ছিল। এমন অবস্থায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। গুঞ্জন উঠেছে বিয়ের পর হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এই অভিনেত্রী ও সাংসদ। 

এবার সিঁদুর নিয়ে মুখ খুললেন নুসরাত। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেছেন, ‘আমার মাথায় সিঁদুর দেখে অনেকে প্রশ্ন করেছেন, আমি কি হিন্দুকে বিয়ে করে হিন্দু হয়ে গেলাম?  আমার তো মনে হয় কোন ধর্ম অনুসরণ করব, সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার সবার রয়েছে। আমি জন্মসূত্রে মুসলিম। সেটাই অনুসরণ করছি। কিন্তু সব ধর্ম এবং তার নিয়মের প্রতি শ্রদ্ধা রয়েছে আমার। আমি এবং আমার স্বামী আমাদের ধর্ম পালন করছি। আমার তো মনে হয় এটাই স্বাভাবিক।’

সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নিয়মিত ট্রোলিং হচ্ছে। এ ব্যাপারে নুসরাত বলেন, ‘আমি যে কতবার ট্রোলড হয়েছি, তার কোনও হিসেব নেই। আমার তো মনে হয় ট্রোলিং ভালোবাসারই ভিন্ন প্রকাশ! আসলে এ সবই মানুষ করেন দৃষ্টি আকর্ষণ করার জন্য। মনোযোগ না পেলেই ট্রোলিং শুরু করেন। জীবনে নেগেটিভ জিনিসকে কখনও গুরুত্ব দিইনি। কাজই সব সময় আমার হয়ে কথা বলেছে। এবারও তাইই হবে।’

এম 

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়