logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

বাগদানের গুঞ্জন উড়িয়ে দিলেন বিরাট

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা-ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির বিয়ের গুঞ্জন সবটাই মিডিয়ার কারসাজি৷ টুইটারে এমনটাই লিখলেন এ মাস্টার ব্যাটসম্যান৷ আনুশকার সঙ্গে কোনো বাগদান হয়নি তার৷ এ কথা বলার সঙ্গে সংবাদ মাধ্যমের কড়া সমালোচনা করতেও ছাড়েননি তিনি৷

গেলো বুধবার রাত থেকে গুঞ্জন ওঠে দেরদুনে পৌঁছে কোহলি ও আনুশকা নতুন বছর শুরুর দিনেই বাগদান করবেন৷

এদিকে, বৃহস্পতিবার সকালে এ বাগদানের খবরে তোলপাড় তৈরি হয়৷ এমনকী, সংবাদমাধ্যমে আসে বাগদান পর্বে অংশ নিতে দেরাদুন পৌঁছেছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন৷ তবে সেসব খবরে জল ঢাললেন বিরাট নিজেই৷

শুক্রবার সকালে টুইট করে বিরাট বলেন, আনুশকার সঙ্গে বাগদান হয় নি। এ খবর সম্পূর্ণই গুজব৷

তিনি লিখেছেন, গণমাধ্যম মিথ্যা খবর বিক্রি করার জন্য নিজেদের আটকাতেই পারে না৷ এর ফলে গোটা দেশজুড়ে বিভ্রান্তি তৈরি হয়৷ আমি তাই সেই বিভ্রান্তিই কাটিয়ে দিচ্ছি৷ আমরা এনগেজমেন্ট করিনি৷ আর যদি করি তা কখনোই গোপন রাখবো না!

ক্রিসমাসের ছুটি কাটাতে উত্তরাখন্ডে গিয়েছিলেন বিরাট-আনুশকা৷ এ সময় দু’জন দেখা করেন হরিদ্বারে আনুশকার গুরুজি অনন্তবাবার সঙ্গে৷ তারপর থেকেই বাগদানের গুঞ্জন ওঠে৷

এইচএম/ডিএইচ

RTV Drama
RTVPLUS