logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

সালমানের রেকর্ড ভাঙলেন শহীদ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ জুন ২০১৯, ১৫:৪৯ | আপডেট : ২৬ জুন ২০১৯, ০৮:৩৯
সালমান খান, শহীদ কাপুর
বলিউডের ব্যবসা সফল ছবি মানেই সালমান খান। গেল কয়েক বছরে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন ভাইজান। এবার আরেক আলোচিত নায়ক শহীদ কাপুর ‘কবির সিং’র মাধ্যমে সালমানের ব্যবসা সফল ছবি ‘ভারত’র রেকর্ড ভেঙে দিলেন।

‘নারীবিদ্বেষী’ সিনেমা আখ্যা দিয়ে অনেকের সমালোচনা সত্ত্বেও বলিউড তারকা শহীদ কাপুরের সাম্প্রতিক সিনেমা ‘কবির সিং’ বক্স অফিসে শাসন জারি রেখেছে। এই অভিনেতার ক্যারিয়ারে এটিই ‘সলো হিট’। আপাতত থামার লক্ষণ নেই।

ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি সোমবার প্রায় ১৭ কোটি রুপি যোগ করেছে। সেই হিসাবে মুক্তির চার দিনে ‘কবির সিং’র মোট সংগ্রহ করেছে ৮৭ কোটি রুপি।

রোববারের আয়ে চলতি বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। সালমান খানের তিন বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন শহীদ। রোববার এ সিনেমা আয় করে প্রায় ২৮ কোটি রুপি, যা সালমানের ‘ভারত’-এর আয় থেকে প্রায় দুই কোটি রুপি বেশি।

এর আগে ‘টোটাল ধামাল’ ও ‘ভারত’ বক্স অফিসে ঝড় তুলেছিল। ধারণা করা হচ্ছে, মাত্র পাঁচ দিনেই শতকোটির মাইলফলক অতিক্রম করবে ‘কবির সিং’।

‘নারীবিদ্বেষী’ সিনেমা আখ্যা দিয়ে অনেকেই ছবিটির সমালোচনা করেছেন। কিন্তু বক্স অফিসে এর কোনও প্রভাব পড়ছে না তা বোঝাই যাচ্ছে।

শুক্রবার (২১ জুন) ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘কবির সিং’। ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’। হিন্দি রিমেকে প্রধান চরিত্রে রয়েছেন শহীদ কাপুর ও কিয়ারা আদভানি। পরিচালক হিসেবে আছেন মূল ছবির পরিচালক সেই সন্দীপ রেড্ডি।

ছবির গল্পে দেখা যাবে, একজন নেশাগ্রস্ত যুবক শহীদ কাপুর। সাবেক প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার ফলে নিজের প্রতি ঘৃণা ধরে যায় যুবকের। সেখান থেকেই নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে শুরু করেন তিনি।

এম/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়