Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ৫ আশ্বিন ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০১৯, ১৮:৪৯
আপডেট : ২২ জুন ২০১৯, ১৯:০১

প্রথমদিনেই বাজিমাত করল ‘কবির সিং’

প্রথমদিনেই বাজিমাত করল ‘কবির সিং’ - rtv online

বলিউডের জনপ্রিয় নায়ক শহীদ কাপুর অভিনীত ‘কবির সিং’ ছবিটি মুক্তির প্রথমদিনে সাড়া ফেলেছে। প্রথম দিনেই ২০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

ভারতীয় গণমাধ্যমের খবর, এ বছরের তৃতীয় ছবি হিসেবে সেরা আয়ের রেকর্ড গড়ল ‘কবির সিং’। এর আগে শহীদ অভিনীত ‘পদ্মবত’ ছবিটি প্রথম দিনে ১৮ কোটি ২০ লাখ রুপি আয় করেছিল। আর সেই ছবিতে দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের মতো তারকারাও ছিলেন।

কবির সিং ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহ এবং ভারতের বাইরে বিশ্বব্যাপী ৪৯৩টি সিনেমা হলে মুক্তি পায়। মোট ৩৬১৬টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’। হিন্দি রিমেকে প্রধান চরিত্রে রয়েছেন শহীদ কাপুর ও কিয়ারা আদভানি। পরিচালক হিসেবে আছেন মূল ছবির পরিচালক সেই সন্দীপ রেড্ডি।

ছবির গল্পে দেখা যাবে, একজন নেশাগ্রস্ত যুবক শহীদ কাপুর। সাবেক প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার ফলে নিজের প্রতি ঘৃণা ধরে যায় যুবকের। সেখান থেকেই নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে শুরু করেন তিনি।

এম/পি

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS