logo
  • ঢাকা মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯, ৮ শ্রাবণ ১৪২৬

সারার সেই ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২০ জুন ২০১৯, ২০:৪৭ | আপডেট : ২০ জুন ২০১৯, ২০:৫৯
সারা আলী খান - rtvonline
বলিউডের হালের ক্রেজ সারা আলী খান। অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির কন্যা হওয়ার সুবাদে সবার একটা বাড়তি আগ্রহ ছিল তার প্রতি। বড় পর্দায় অভিষেক করেই তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

গেল ১৬ জুন ছিল বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনে সারার ছোটবেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

সেখানে দেখা যায়, চেয়ারে বসে আছে ছোট্ট সারা। তার সঙ্গে খেলা করছেন সাইফ ও অন্য এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে, সম্ভবত সাইফের কোনও সিনেমার শুটিং সেটের ভিডিও এটি।

এদিকে বাবা দিবসে ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছিলেন সারা। ক্যাপশনে তিনি লেখেন— শুভ বাবা দিবস, আব্বা। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, ছুটির দিনে আমার সঙ্গী হয়ে, আমাকে পড়তে শেখানো, আমাকে প্রথম বৃষ্টি ও তুষারপাত দেখানো,  আর সবকিছুতেই ধৈর্যধারণ করা, স্নেহময় ও সদয় থাকার জন্য ধন্যবাদ।

‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ ছবিতে অভিনয় দক্ষতা ও সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মনে গেঁথে গেছেন সারা।

 

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়