spark
logo
  • ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ৩০৯৯ জন, সুস্থ হয়েছেন ৪৭০৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আজ নায়িকা নুসরাতের বিয়ে

বিনোদন ডেস্ক, আরটিভি
|  ১৯ জুন ২০১৯, ১২:৫৭
টালিউডের নম্বর ওয়ান নায়িকা তিনি। সবশেষ ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি নুসরাত জাহান। আজ ১৯ জুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পাত্র ব্যবসায়ী নিখিল জৈন।   

তুরস্কের বোদরুম শহরে বসেছে নায়িকার বিয়ের আসর। বোদরুম সমুদ্রের ধারের এক শহর। দর্শনার্থীদের মূল আকর্ষণ বোদরুম দুর্গ। পানির নিচে এক মিউজিয়াম আছে সেখানে। বছরভর বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

গ্রিক স্থাপত্যে ভরা এই শহরে সাধারণ মানুষের প্রাথমিক পেশা ছিল সমুদ্রে মাছ ধরা। পরে ধীরে ধীরে ট্যুরিজমের জন্য বিখ্যাত হয়ে ওঠে এই শহর।

শোনা যাচ্ছে, নুসরাত-নিখিলের বিবাহবাসর সাজানো হবে ‘এনজে’ লোগো দিয়ে। সাতটি স্যুট ও প্রায় ১৫০টি গেস্ট রুম রয়েছে তাদের হোটেলে।

বিয়ের উদ্দেশে গেল ১৬ জুন তুরস্কের উদ্দেশে উড়ে গিয়েছেন নুসরাত-নিখিল। ১৭ জুন ছিল তাদের ইয়র্ট পার্টি। এরপর ১৮ জুন নুসরাতের মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান হয়। আজ বিয়ের পর আগামীকাল ২০ জুন হোয়াইট ওয়েডিং হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের পরের পার্টিতে ওয়েস্টার্ন পোশাক পরবেন নুসরাত। বিয়ের অনুষ্ঠান শেষে দেশে ফিরে ২৫ জুন আইনি মতে বিয়ে করবেন নুসরাত ও নিখিল। আগামী ৪ জুলাই হবে নুসরাত ও নিখিলের রিসেপশন।

এম/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৮৬৮৯৪ ৯৮৩১৭ ২৩৯১
বিশ্ব ১২৮৫৯০৩০ ৭৪৯৩৭৭৪ ৫৬৭৯৬১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়