logo
  • ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০১৯, ৫ অগ্রহায়ণ ১৪২৬

লাল বেনারশি পরেই কাঁদলেন নুসরাত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৫ জুন ২০১৯, ২১:৩৪
টালিউডের জনপ্রিয় নায়িকা ও সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ নুসরাত জাহান আর কদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র নিখিল জৈন। শুক্রবার নায়িকার কলকাতার বাড়িতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সে অনুষ্ঠানেই বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নুসরাত। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করেছেন ‘আমি যে কে তোমার’ খ্যাত নায়িকা।

আর ওই ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘মনুষ্যত্ব তোমার কাছ থেকে শিখেছি। আমার আনন্দের জন্য সব দায়িত্ব নিয়েছ। তোমার মতাদর্শকে কখনও অসম্মান করব না। তোমাকে ভালোবাসি বাবা। আমি চাই সব মেয়েরাই তোমার মতো বাবাকে যেন পায়। হ্যাপি ফাদার্স ডে।’

গালে ও কপালে হলুদ। লাল ওড়নায় জরির ফুল। লাল বেনারশি। বেল ফুলের মালা আর সোনার গয়নায় গায়ে হলুদের অনুষ্ঠানে সেজেছিলেন নুসরাত। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ১৯ জুন তুরস্কের বোদরুমে বিয়ে করছেন নুসরাত জাহান ও নিখিল জৈন।

আজ ১৫ জুন রাতে তাদের তুরস্কে যাবার কথা। আসছে ১৭ জুন ইয়ট পার্টি, ১৮ জুন মেহেন্দি ও সঙ্গীত। বিয়ের দিন সকালেও হলুদের অনুষ্ঠান রয়েছে। আর বিয়ের পরে রিসেপশন। ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং।

জানা গেছে, বিয়ের পরে ইউরোপের কোনও জায়গায় মধুচন্দ্রিমায় যাবেন নব দম্পতি। 

এম/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়