logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

বিগ বসে লড়তে গর্ভের সন্তানকে হত্যা প্রিয়াঙ্কার!

কিছুটা চমকে দিয়েই বিগ বস ১০ থেকে বাদ গিয়েছিলেন প্রিয়াঙ্কা জগ্গা। কিন্তু নিয়মের বাইরে হঠাৎ কেন এমন এলিমিনেশন? প্রশ্ন উঠেছিল দর্শকদের মনে। অবশেষে জানা গেলো সেই কারণটা।

এর আগে নমিনেশন ছাড়া বিগ বসের ঘর থেকে আউট হতে দেখা যায়নি কাউকে। তাই বিগ বসের ঘর থেকে প্রিয়াঙ্কার ছিটকে যাওয়াটা একটু অদ্ভূতই লেগেছিল দর্শকদের চোখে। তাও আবার সালমান খানের হাতেই।

এ বিষয়ে প্রিয়ঙ্কার ভাই সমীর সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, প্রচণ্ড অসুস্থতার কারণেই নমিনেশন ছাড়াই বিগ বস থেকে বিদায় নিয়েছিলেন প্রিয়ঙ্কা। বিগ বসে যাওয়ার আগেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। কিন্তু সেখানে খেলতে গিয়ে মিসক্যারেজ হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

আক্ষেপ নিয়ে তিনি আরো জানান, শো’র জন্য নিজের বাচ্চাকেও মেরে ফেলল!

তার এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠছে- তাহলে কি দু’সন্তানের মা প্রিয়ঙ্কা নিজের শারীরিক অবস্থা জেনেও ঝুঁকি নিয়েছিলেন?

এস

RTV Drama
RTVPLUS