logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

ঈদে ‘ইত্যাদি’তে থাকছেন নিপুণ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৭ মে ২০১৯, ২২:১৯
দর্শকনন্দিত অভিনেত্রী নিপুণ আক্তার। এক সময়ের চলচ্চিত্রের এই চিত্রনায়িকা এখন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ সামলানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ফলে অভিনয়ের খুব একটা সময় দিতে পারেন না নিপুণ। এই তারকার ভক্তদের জন্য সুখবর হলো সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজ করেছেন নিপুণ। নাম ‘গার্ডেন গেম’।

এরই মধ্যে ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপ অরিজিনালে প্রকাশও হয়েছে। পরিচালনা করেছেন তৌহিদ মিটুল।

আসছে ঈদুল-ফিতরে ভক্তদের জন্য কি উপহার নিয়ে আসছেন নিপুণ? এমন প্রশ্নের জবাবে নায়িকা বললেন, ঈদে কোনও বিশেষ নাটক বা টেলিছবিতে এখনও অভিনয় করিনি। তবে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দর্শকরা আমাকে দেখতে পাবেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বয়স এরইমধ্যে ৩০ হয়েছে। আশা করি, ঈদে এই অনুষ্ঠানে আমার পরিবেশনা দর্শক পছন্দ করবেন।

এদিকে চলতি বছরের শুরুতে ভারতে ‘তিব্বত ৫৭০’ সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন নিপুণ। এটি নির্দেশনা দিয়েছেন ভারতের সৈনক মিত্র।

২০০৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ‘সাজঘর’ ও ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ ছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। একের পর এক ছবিতে কাজের মাধ্যমে নিজেকে চলচ্চিত্র অঙ্গনেই ব্যস্ত করে তোলেন তিনি।

এম/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়