logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

ইউটিউবে ‘যমজ-১০’ নাটকের কোটি ভিউ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ৩১ জানুয়ারি ২০১৯, ১৯:০৫ | আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৯:০৮
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত নাটক ‘যমজ-১০’। প্রচারের পর দর্শকনন্দিত হয় নাটকটি। এবার ইউটিউবে কোটি ভিউ পেরুল নাটকটি। ‘আরটিভি ড্রামা’ চ্যানেলে গেল বছর আগস্ট মাসে নাটকটি উন্মুক্ত করা হয়।

bestelectronics
‘যমজ’ সিরিজে প্রতিবারই ভিন্ন ভিন্ন গল্প নিয়ে হাজির হন বাবা ও দুই ছেলে। দুই ছেলের একজন একটু বোকা আর অন্যজন চালাক-চতুর।

এই নাটকে বাবা ও দুই ছেলের চরিত্রে নিয়মিত অভিনয় করছেন মোশাররফ করিম। মোশাররফ করিমের কাহিনী অবলম্বনে ‘যমজ ১০’ এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

এটি পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়াসহ অনেকে।

‘যমজ ১০’ নাটকটি দেখে নিতে পারেন নিচের লিংকে ক্লিক করে।

এম/জেবি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়