logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

সারার চেয়ে পিছিয়ে শ্রীদেবী কন্যা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২০ জানুয়ারি ২০১৯, ২১:৫১
বলিউডের নিউ সেনসেশন সারা আলী খান। গেলো বছর ‘কেদারনাথ’র পর ‘সিম্বা’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। সাইফ আলী খান ও অমৃতা সিংযের কন্যা সারা আলীকে নিয়ে বলিউডে বেশ চর্চা চলছে।

bestelectronics
গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন নিয়মিতই। এরই মধ্যে বিজ্ঞাপন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ারও অফার পেয়েছেন সারা। কিন্তু বনি কাপুর ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের চলচ্চিত্রে পারিশ্রমিক সারার চেয়ে কম। সারার মতো অফারও নেই তার হাতে।    

‘ধড়ক’ ছবির মাধ্যমে গেলো বছর জাহ্নবীর বলিউডে অভিষেক হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সারার উন্নতিতে নাকি কিছুটা হলেও চটেছেন জাহ্নবীর বাবা বনি কাপুর।

তিনি না-কি এই পিছিয়ে পড়ার কারণ হিসেবে জাহ্নবীর ‘পাবলিক রিলেশন’ টিমকেই দোষী সাব্যস্ত করেছেন। তাঁর মনে হয়েছে, সারার মতো ততটা ফোকাসে আসছেন না জাহ্নবী।

তবে সারা-জাহ্নবী দুজনেই জানান তাদের মধ্যে কোনও প্রতিযোগিতা বা দ্বন্দ্ব নেই। তারা ভালো বন্ধু। একে পরের ছবি মুক্তির সময় শুভ কামনাও জানিয়েছেন।

জাহ্নবীর ভাষ্য, তার লড়াইটা আসলে নিজের সঙ্গেই। কারও সঙ্গেই প্রতিযোগিতায় নামতে চান না তিনি।

এম/জেএইচ

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়