logo
  • ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ২৬ অগ্রহায়ণ ১৪২৬

নায়ক ফারুকের জন্য মাঠে নামলেন ডিপজল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮
আকবর হোসেন পাঠান। চিত্রনায়ক ফারুক নামেই সারা বাংলায় পরিচিতি তার। সা‌রেং বৌ, সুজন স‌খী, ‌দিন যায় কথা থা‌কে, আলোর মি‌ছিল, আবার তোরা মানুষ হ, ‌গোলাপী এখন ট্রে‌নে, ‌বেহুলা ল‌খিন্দর, সা‌হেব, এখ‌নো অনেক রাত, লা‌ঠিয়াল, ‌মিয়া ভাই, বন্ধু আমার এমন অসংখ্য ছবির মাধ্যমে দর্শকের হৃদয় ছুঁয়েছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা ফারুক এবার জনতার মাঝে এসে বাকি জীবনটা তাদের সেবায় কাটানোর আগ্রহ প্রকাশ করেন। বঙ্গবন্ধুর স্নেহধন্য ছিলেন এই নায়ক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ১৭ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নায়ক ফারুককে নৌকা প্রতীক দিয়ে এই অঞ্চলের মানুষের সেবা করার জন্য সুযোগ দেন।

প্রতীক পাবার পর থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন ফারুক। ভোটারদের কাছে নৌকা প্রতীকে তাকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন। এই আসনটি তিনি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান বলে জানান। নেতা নয় তিনি সেবক হিসেবে কাজ করতে চান।

এদিকে নায়ক ফারুক এমপি প্রার্থী হওয়াতে চলচ্চিত্র অঙ্গনে  উৎসবমুখোর পরিবেশ দেখা যাচ্ছে। নায়ক-নায়িকাও সোশ্যাল মিডিয়া ও জনসভায় এই নায়কের পক্ষে ভোট চাইছেন।

এবার ফারুকের জন্য মাঠে নেমেছেন তার দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।   

ডিপজল বলেন, ‘ফারুক সাহেবের সঙ্গে আমার মামা ভাগিনার সম্পর্ক। তাকে আমি মামু ডাকি। বিশ বছরেরও বেশি হবে আমাদের এই সম্পর্ক। তাকে জেতানোর জন্য কাজ করছি। মানুষের দ্বারে দ্বারে আমার মামুর জন্য ভোট চাচ্ছি। আশা করি গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট এলাকার জনগণ তাকে ভোট দিয়া নির্বাচিত করবেন।’

আরও পড়ুন :

এম/এসআর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়